* চলমান সরকারি অর্থ ব্যবস্থাপনা গতিশীলতা বজায় রাখা;
* প্রি অডিট ব্যবস্থা শক্তিশালী করা;
* সেবার মান উন্নয়ন;
* হিসাব ব্যবস্থা ডিজিটালাইজড করা;
* পেনশন ব্যবস্থাপনা প্রক্রিয়া আধুনিকায়ন করা;
* কার্যপদ্ধতি ও সেবার মানোন্নয়ন;
* কর্মপরিবেশ উন্নয়ন এবং
* আর্থিক ব্যবস্থাপনা।
কার্যাবলী :
* আইআরডি ও তার অধীনস্থ বিভাগ/অফিসের বিল প্রি-অডিট করা;
* কর্মচারীদের সার্ভিস বুক ভেরিফিকেশন করা;
* এলপিসি ইস্যু করা;
* বেতন ভাতা ও আনুসাঙ্গিক বিল পরিশোধ করা;
* পেনশন পরিশোধ করা;
* মনিটরিং ও সুপারভিশন উন্নত করা;
* বেতন স্কেল, বেতন নির্ধারণ, ছুটি, পেনশন, আনুতোষিক, অবসর সুবিধা, ভ্রমণ ভাতা, সাধারণ ভবিষ্য তহবিল ইত্যাদি সম্পাদন;
* যথাসময়ে মাসিক হিসাব, আর্থিক হিসাব ও উপযোজন হিসাব প্রস্তুতকরণ,
* আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং মিতব্যয়িতা অর্জনের লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও আর্থিক বিধি পদ্ধতি উন্নয়নের পরামর্শ প্রদান এবং ব্যয় নিয়ন্ত্রণ।
হিসাব মহানিয়ন্ত্রক
জনাব এস এম রেজভী হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) বিস্তারিত